kalerkantho


মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

৯ মার্চ, ২০১৬ ১৮:০২মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম নূর মোহাম্মদ গাজী (৭০)। তিনি ছোট শিংগা গ্রামের মৃত জিন্নাত আলী গাজির ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকালে নূর মোহাম্মদ বাড়ির পাশে নিজ কৃষি জমিতে খেসারি ডাল তুলছিলেন। এ সময় মাঠের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তাঁরে জড়িয়ে পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের স্বজনরা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।

 মন্তব্য