kalerkantho


বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতি সভা

গোপালগঞ্জ প্রতিনিধি    

৯ মার্চ, ২০১৬ ১৪:৩২বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান। জেলা প্রশাসক মো.  খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমিনসহ জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় রাষ্ট্রপাতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও কর্মসূচি সফল করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় আসার কথা রয়েছে।

 


মন্তব্য