kalerkantho


জমি সংক্রান্ত বিরোধের জের

নোয়াখালীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী    

৯ মার্চ, ২০১৬ ১৪:০৪নোয়াখালীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে জমিসংক্রান্ত  বিরোধের জের ধরে ছোট ভাই হাবিব উল্লাহর লাঠির আঘাতে নিহত হয়েছেন বড় ভাই মোমিন উল্লাহ (৪৫)। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলার গোপালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত মোমিন উল্লাহ ওই গ্রামের খান বাড়ির মৃত নুরুল হকের ছেলে। ঘটনার পরপরই ছোট ভাই পালিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত নুরুল হক মারা যাওয়ার পর জমি নিয়ে বড় ভাই মোমিন উল্লার সঙ্গে ছোট ভাই হাবিব উল্লাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বুধবার সকালে জমি নিয়ে প্রথমে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় ছোট ভাই জমির দলিলপত্র বড় ভাইয়ের চাইলে বড় ভাই তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই হাবিব উল্লাহ ক্ষিপ্ত হয়ে বড় ভাই মোমিন উল্লাহকে মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদনেত্মর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ  করে। ঘটনার পরপটরই ছোট ভাই পালিয়ে গেছে। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে। এ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 


মন্তব্য