kalerkantho


কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি    

৯ মার্চ, ২০১৬ ১২:৪৩কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান মোল্লা (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর মল্টিন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন ওবায়দুর রহমান। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওবায়দুর রহমান। খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।মন্তব্য