kalerkantho


সাভারে ঝুট ব্যবসা নিয়ে দু'পক্ষে সংঘর্ষ, এসআইসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সাভার   

৮ মার্চ, ২০১৬ ২০:৩০সাভারে ঝুট ব্যবসা নিয়ে দু'পক্ষে সংঘর্ষ, এসআইসহ আহত ১০

সাভার পৌর এলাকার নামা গেন্ডায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডিউটিরত ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সদস্যদের ওপরেও হামলার ঘটনা ঘটে। এতে এসআই জিল্লুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোস্তফা কামাল জানান, নামা গেন্ডায় ডাইনামিক (ঢাকা) সোয়েটার নামের একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে এলাকার মোশারফ নামের এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো প্রতিপক্ষের গ্রুপের। আজ বিকেলে ওই কারখানার সামনে প্রতিপক্ষের লোকজন অবস্থান নিয়েছে জানতে পেরে মোশারফ তার লোকজন ও লাঠিসোটা নিয়ে সেখানে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় খবর পেয়ে ওই সংঘর্ষ থামাতে গিয়ে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান দুর্বৃত্তদের হামলায় আহত হন। আহত ডিবি পুলিশের উপ-পরিদর্শক জিল্লুর রহমানকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা এসআই জিল্লুর রহমানসহ অন্তত ১০ জনকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

তিনি আরো জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


মন্তব্য