kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নড়াইল প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৬ ১৭:৫৩নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বর্নাঢ্য র‌্যালী আর আলোচনা সভার মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জাতীয় মহিলা সংস্থায় গিয়ে শেষ হয়।

র‌্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

পরে জাতীয় মহিলা সংস্থা, নড়াইল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা পরিষদ প্রশাসক এড.সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সভাপতি জাহানারা ওয়াহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, আফরোজা খাতুন, নারীনেত্রী এড. রওশন আরা কবীর, এড.রমা রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, রাবেয়া ইউসুফ, ডেমক্রেসীওয়াচের জেলা সমন্বয়কারী রেজাউল করীম।


মন্তব্য