kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

নীলফামারী প্রতিনিধি    

৮ মার্চ, ২০১৬ ১৫:৩৬নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

নীলফামারীতে বর্ণাঢ্য আযোজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক জাকির হোসেন।

শোভাযাত্রা শেষে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদির সভাপতিত্বে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক জাকির হোসেন, সিভিল সার্জন আব্দুর রশীদ, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রাবেয়া আলীম, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

অপরদিকে, নীলফামারী পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে অনুরূপ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রায় সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। অনুরূপ কর্মসূচির মাধ্যমে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় দিবসটি উদযাপনের খবর পাওয়া গেছে।

 


মন্তব্য