নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে পৃথক স্থানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও পৌরসভার উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তন ও পৌরসভা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে পৃথকভাবে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সোলায়মান আলী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের