kalerkantho


ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

৮ মার্চ, ২০১৬ ১২:৫০ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে

'অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রশিদ। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নইম মোহাম্মদ ছবুর, অধ্যক্ষ হাসিনা বানু, শাহানা আক্তার জলি প্রমুখ।

বক্তারা বলেন, এ দেশের প্রতিটি অর্জনে নারীদের অংশগ্রহণ রয়েছে। পুরুষের পাশাপাশি দেশ, জাতি ও রাষ্ট্রের সব স্তরেই নারীরা তাঁদের মেধা দিয়ে এগিয়ে চলেছেন। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের আরো সচেষ্ট হতে হবে।

 


মন্তব্য