kalerkantho


কাশিয়ানীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি    

৮ মার্চ, ২০১৬ ০৯:৪৭কাশিয়ানীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় সামিয়া খানম (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া ‌একই উপজেলার খায়ের হাট গ্রামের আমিনুর রহমান মুন্সির মেয়ে ও কাশিয়ানী শিশু নিকেতন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে স্কুল যাওয়ার জন্য গোপালগঞ্জ-ব্যাসপুর সড়ক পার হচ্ছিল সামিয়া। এ সময় একটি যাত্রীবাহী লোকাল বাস সামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাবাসী বাস ও চালককে আটক করে। পরে চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

 


মন্তব্য