kalerkantho


নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিকসহ আটক ৪, ফেনসিডিল টাকা উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৬ ০২:৫৩নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিকসহ আটক ৪, ফেনসিডিল টাকা উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা যাদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও কোন প্রমাণাদি দেখাতে পারেনি। ওই চক্রটি নিজেদের সাংবাদিক ও গণমাধ্যম পরিচয় এবং মােটরসাইকেলে 'প্রেস' স্টিকার লাগিয়ে এ মাদক ব্যবসা করে আসছিল। কয়েকদিন নজরে রাখার পর সোমবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র‌্যাব-১১ (সিপিসি-১) এর এএসপি মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
এএসপি মশিউর রহমান জানান, টানবাজার মুহাম্মদিয়া কমপ্লেক্সে অভিযানে আবু সাইদ (২৮), জুয়েল (৩০), আনোয়ার হোসেন (৩৫) ও কামাল হোসেন (৩২) নামে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৫০ টাকা, ১৭৬ বোতল ফেনসিডিল, ৩৮টি খালি ফেনসিডিলের বোতল জব্দ করা হয়। একই সঙ্গে দুইটি অনটেস্ট লেখা ও প্রেস লেখা স্টিকার লাগানো অবস্থায় মোটরসাইকেল আটক করা হয়। এসময় আটককৃত জুয়েল (৩২) নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তবে ওই মুহূর্তে তেমন কেনো পরিচয়পত্র পাওয়া যায়নি। 


মন্তব্য