kalerkantho


জামালপুরে শিশুদের সর্বোত্তম সুরক্ষায় কর্মশালা

জামালপুর প্রতিনিধি    

৭ মার্চ, ২০১৬ ১৭:২০জামালপুরে শিশুদের সর্বোত্তম সুরক্ষায় কর্মশালা

শিশুর প্রতি সকল প্রকার সহিংসতারোধ ও তাদের সর্বোত্তম সুরক্ষাই আমাদের কাম্য- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইনের সংঘাতে বা সংস্পর্শে আসা শিশুদের প্রতি প্রাতিষ্ঠানিক সেবার উন্নয়ন ও উপযোগীকরণ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জামালপুরের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল আলম, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন। উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন‍্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. লুৎফর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, শিশু শেফালী, কিশোরী নেত্রী আফরিন, বিশিষ্ট শিক্ষক আমির উদ্দিন, সংস্কৃতি কর্মী সাযযাদ আনসারী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি মশিউর রহমান প্রমুখ।

এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সংঘের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন। এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় সম্প্রতি শিশুদের প্রতি অব্যাহত সহিংসতা বিশেষ করে হত্যা, গুম, শারীরিক, মানসিক নির্যাতন বন্ধ করা এবং শিশুদের মাধ্যমে মাদক, অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে নিযুক্তকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ আসে। পাশপাশি আইনের সংস্পর্শে আসা শিশুদের সর্বোত্তম সুরক্ষা সংশ্লিষ্ট সবাইকে আরো যত্নবান  হওয়ার আহ্বান জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়ন এবং অপরাজেয় বাংলাদেশ'র যৌথ ব্যবস্থাপনায় এ নতুন প্রকল্পটি জামালপুরের সর্বত্র বাস্তবায়ন করছে জামালপুরের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ।

 


মন্তব্য