kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


মঠবাড়িয়ায় স্কুলের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

৭ মার্চ, ২০১৬ ১৫:১৩মঠবাড়িয়ায় স্কুলের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের জমি স্থানীয় সৌদিপ্রবাসী এক প্রভাবশালী কর্তৃক জবরদখলে নেওয়ার প্রতিবাদে ও শিক্ষাপ্রতিষ্ঠানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার ভুক্তভোগী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্কুলের জমি বেদখলের প্রতিবাদ জানায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জবর দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

পরে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমাজসেবক মো. ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান, শিক্ষক মো. পারভেজ তালুকদার ও শিক্ষার্থী আরাবী খান প্রমুখ।

সমাবেশে অভিযোগ করা হয় স্কুলের দক্ষিণ পাশের পাঁচ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী সৌদিপ্রবাসী মো. আব্দুল জলিল গত এক মাস পূর্বে জবর দখল করে নেয়। স্কুল কর্তৃপক্ষ কয়েক দফা অনুরোধ করলেও অভিযুক্ত দখলদার স্কুলের জমি ছেড়ে দিচ্ছেন না।

 


মন্তব্য