kalerkantho


ময়মনসিংহে ট্রেন ও ট্রাক সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৬ ১০:১০ময়মনসিংহে ট্রেন ও ট্রাক সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে যাত্রীবাহী ট্রেন ও ট্রাক সংঘর্ষে দুজন আহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেল ক্রসিং এ আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ২ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় ঢাকা মেট্রো-ট ১৩-১৭৮৩ নম্বরের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ দুজন আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রেলসূত্রে জানা গেছে, যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে ময়মনসিংহ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকটি না সরানো পর্যন্ত ট্রেন চলাচল ঝুকিপূর্ণ রয়েছে। ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক ও ট্রাকের ক্ষতি হয়েছে।
 

 


মন্তব্য