kalerkantho


লক্ষ্মীপুরে গুলিতে নিহত 'সন্ত্রাস নির্মূল কমিটি'র নেতার পরিবারকে অনুদান

লক্ষ্মীপুর প্রতিনিধি :    

৬ মার্চ, ২০১৬ ১৮:৩১লক্ষ্মীপুরে গুলিতে নিহত 'সন্ত্রাস নির্মূল কমিটি'র নেতার পরিবারকে অনুদান

সন্ত্রাসীদের গুলিতে নিহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস নির্মূল কমিটির আহবায়ক ও আ’লীগ নেতা ওমর ফারুকের পরিবারকে পুলিশের পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। রবিবার (৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহতের স্ত্রী ফাতেমা বেগমের কাছে টাকার এ চেক তুলে দেয়া হয়। গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুরে কমিউনিটিং পুলিশিংয়ের সমাবেশে পুলিশের আইজিপি শহীদুল হক নিহত ফারুকের পরিবারকে এ ১ লাখ টাকা অনুদানের ঘোষনা দিয়েছিলেন।

এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এমএ তাহের, জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, জেলা কমিউনিটিং পুলিশিংয়ের আহবায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু ও সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর সকালে মুখোশধারী সন্ত্রাসীরা চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস নির্মূল কমিটির আহবায়ক ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ফারুক হোসেনকে গুলি করে হত্যা করে। তার আগেরদিন রাতে ফারুক চন্দ্রগঞ্জ থানা উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমানের উদ্দেশ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য রাখেন।


মন্তব্য