kalerkantho


ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে বিজিবি অ্যাথলেটিকস উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৬ ১৬:৩১ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে বিজিবি অ্যাথলেটিকস উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ী ২৯বিজিবি সদর দপ্তরে বিজিবি অ্যাথলেটিকস ৪টি রিজিয়নের খেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী বিজিবির সদর দপ্তরে প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ খালেকুজ্জামান (পিএসসি) উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কোরবান আলী, দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এ এসএম রবিউল হাসান, ফুলবাড়ী ২৯ বিজিবির অপারেশন অফিসার মেজর একেএম হাসিবুল হোসেন নবী। বিজিবি অ্যাথেলেটিকসে অংশ গ্রহণ করছে দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর, উত্তর পূর্ব রিজিয়ন নড়াইল ও দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রাম। ৬মার্চ এ খেলা শুরু হয়ে আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে। খেলার ব্যবস্থাপনায় রয়েছেন রংপুর রিজিয়ন। আয়োজনে ফুলবাড়ী ২৯ বিজিবি। খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিজিবির সকল রিজিয়নের খেলোয়াড়গণ, সৈনিক ও অন্যান্য পদস্থ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য