শরীয়তপুরের জাজিরায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সোনামিয়া হাওলাদার (৩৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ রবিবার সকালে উপজেলার চরজয়নগর মোল্লা কান্দি গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরজয়নগর মোল্লা কান্দি গ্রামের নাগিব মোল্লা ও বাশার মোল্লার সঙ্গে একখণ্ড জমি নিয়ে একই গ্রামের সোনামিয়া হাওলাদারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকাল ৭টার দিকে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে নাগিব মোল্লা, জুয়েল মোল্লা ও পান্নু খাঁ কাটা রাইফেল ও নাইন এমএম পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সোনামিয়া হাওলাদার গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে জাজিরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের