kalerkantho


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৬ ০৯:৫৮কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের রতনপুর গ্রামের আবদুল ওয়াবের ছেলে তারেক (৩৫) ও অজ্ঞাত যুবক (৩৮)।
 
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী প্রিন্স সৌদিয়া পরিবহনের একটি বাসের চাকা বিকল হয়। সেটি মেরামত করার জন্য সুজাতপুর রাস্তার মাথায় দাঁড়ায়। গাড়ির নতুন চাকা লাগানোর সময় যাত্রীরা নিচে নেমে পাশে দাঁড়িয়ে ছিল।

এসময় পেছন থেকে দ্রুতগামী একটি পিকআপ বাসটিকে ধাক্কা দেয়। এতে অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 


মন্তব্য