গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইমন নামে আট বছরের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। সে তার মা ও নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে না।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধাগঞ্জ বাসস্ট্যান্ডে বাবুল মোল্লা নামে স্থানীয় এক ব্যবসায়ী ইমনকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে তিনি শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বাবুল মোল্লা বলেন, "শিশুটিকে যখন আমি নাম-পরিচয় জিজ্ঞেস করি তখন শিশুটি শুধু বলছিল 'আমি ঘুমাবো'। তখন আমি বুঝতে পারি শিশুটি অসুস্থ। আমি আশপাশে কাউকে না পেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, "আমার মনে হয় শিশুটিকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। নেশা কেটে গেলে শিশুটি তার পরিচয় বলতে পারবে। শিশুটি বর্তমানে তার মায়ের নাম ও তার নিজের নাম বলতে পারে। শিশুটি তার নাম ইমন ও তার মায়ের নাম বলেছে শানু।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের