kalerkantho


মুন্সীগঞ্জে আগুনে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৬ ১০:৩২মুন্সীগঞ্জে আগুনে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানা গেছে।  
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত। ব্যাপারি চার্জে বসিয়ে চলে যাওয়া পর অতিরিক্ত চার্জ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে : মুদি, স্টেশনারি, সার-বীজ, খৈল ভূসি, ও ব্যাটারি চার্জের দোকান।

 


মন্তব্য