kalerkantho


জমি নিয়ে বিরোধের জের

তাড়াশে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি    

৪ মার্চ, ২০১৬ ১৯:১৫তাড়াশে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে বড়  ভাইয়ের ফলার আঘাতে ছোট ভাই রহমত আলী (৩০) নিহত ও অপর এক ভাই গুরুতর আহত হয়েছেন। নিহত রহমত আলী উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি গ্রামের মজিবুর রহমান মজুর ছেলে। গুরুতর আহত মেঝভাই মোহাব্বত হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি গ্রামে আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়ির সীমানা নিয়ে নিহত রহমত আলীর সঙ্গে বড় ভাই নুরুল ইসলামের বাকবিতণ্ডা হয়। এ সময় মেঝভাই মোহাব্বত হোসেনও এগিয়ে এসে বড় ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে বড়ভাই ও তার দুই ছেলে হাসান আলী ও হাসমত আলী ধারালো হাসুয়া দিয়ে রহমত আলী ও মোহাব্বতকে কোপাতে থাকে। তাদের হামলায় ছোট ভাই ঘটনাস্থলেই নিহত হন ও মেঝভাই গুরুতর আহত হন।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। হামলাকারীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।
 


মন্তব্য