kalerkantho


সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ আটক ১৬

সাতক্ষীরা প্রতিনিধি    

৪ মার্চ, ২০১৬ ১৮:৫৯সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ আটক ১৬

ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের দায়ে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ  শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সাতজন নারী, সাতজন পুরুষ ও দুইজন শিশু। তাদের সবারই বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

আটককৃতরা জানান, তারা কাজের সন্ধানে তিন মাস আগে দালাল ধরে অবৈধপথে ভারতে যান। গতকাল তারা একইভাবে দেশে ফেরার পথে বিজিবি তাদেরকে আটক করে। বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, অবৈধভাবে দেশে প্রবেশের সময় ওই ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 


মন্তব্য