kalerkantho


জামালপুরে নারীর প্রতি সহিংসতা নির্মূলে পুলিশের র‍্যালি

জামালপুর প্রতিনিধি    

৪ মার্চ, ২০১৬ ১৮:৩০জামালপুরে নারীর প্রতি সহিংসতা নির্মূলে পুলিশের র‍্যালি

'আসুন সবাই মিলে নারীর প্রতি সহিংসতা নির্মূল করি'- এ স্লোগানকে সামনে রেখে জামালপুরে র‍্যালি বের করা হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরে এ র‍্যালি বের করা হয়। জামালপুর পুলিশ সুপার নিজাম উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি জেলা শহরের ফৌজদারী মোড় থেকে বের হয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও টিইডাব্লিউআর প্রকল্পের পরিচালক মো. জামাল হোসাইন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইউনুস আলী, দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি তানভীর আহম্মেদ, সদর থানার ওসি আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সহিংসতা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 

 


মন্তব্য