kalerkantho


সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত‍্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)    

৪ মার্চ, ২০১৬ ১৮:২৩সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত‍্যু

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৬)  মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ওই বৃদ্ধের স্বজনদের ঠিকানা না পাওয়ায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের পেছন থেকে অজ্ঞাতপরিচয়ের ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মশিউর নামে এক যুবক। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যান ওই বৃদ্ধ। অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের পরনে ছিল একটি লুঙ্গি ও গেঞ্জি।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী  কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে- তা তদন্ত করে দেখা হচ্ছে।"  

 


মন্তব্য