kalerkantho


দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল স্বাভাবিক

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ১২:১১দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল স্বাভাবিক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে কুয়াশার কারণে আজ শুক্রবার সকালে প্রায় দুই ঘণ্টা ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। সকাল পৌনে ৭টার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ৮টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশা কেটে যাওয়ায় নৌযান চলাচল আবার শুরু হয়েছে।


মন্তব্য