kalerkantho


বাইসাকেল বিতরণ

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১৯:৪৯বাইসাকেল বিতরণ

মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন কর্মীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালাল উদ্দিন উপজেলার ১২ টি ইউনিয়নের ১২ জন কর্মীর মাঝে এসব বাই-সাইকেল বিতরণ করেন।

এসময়, সদর উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম মিয়া, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু. জালালাবাদ ইউপি চেয়ারম্যান সুপারুল আলম টিকে, বোড়াশী ইউনিয়নের চেয়ারম্যান এম এম মনির আহম্মেদ ননী উপস্থিত ছিলেন।

এসব কর্মীদের প্রশিক্ষণ শেষে একটি করে বাই-সাইকেল ও কিটবক্স দেয়া হয়েছে। এরা জালালাবাদ, উলপুর, সাতপাড়, সাহাপুর, মাঝিগাতি, কাঠি, কাজুলিয়া, রঘুনাথপুর, নিজড়া, উরফী, হরিদাসপুর ও চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের মৎস্যচাষীদেরকে মৎস্য সম্পদ উন্নয়নে যথাযথ পরামর্শ প্রদান করবে।


মন্তব্য