kalerkantho


রৌমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    

৩ মার্চ, ২০১৬ ১৭:২৭রৌমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বহুতল বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও মুক্তাঞ্চল মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা যুদ্ধে ১১ নম্বর  সেক্টরের অধীনে মুক্তিবাহিনীর অধিনায়ক সুবেদার আলতাফ হোসেন।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে নতুন ভবনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী। মতবিনিময় সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা ছাড়াও অংশ নেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, শওকত আলী বীর বিক্রম প্রমুখ। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা রৌমারীকে আনুষ্ঠানিকভাবে মুক্তাঞ্চল ঘোষণার দাবি জানান। মনবিনিময় অনুষ্ঠান শেষে মুক্তাঞ্চল মঞ্চে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বহুতল বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি দুই কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত।

 


মন্তব্য