kalerkantho


মাদ্রাসা ভবনের ওপর থেকে বিদ্যুৎ লাইন অপসারণের দাবি

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

৩ মার্চ, ২০১৬ ১৭:২০মাদ্রাসা ভবনের ওপর থেকে বিদ্যুৎ লাইন অপসারণের দাবি

পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ দেবত্র নূরানী মাদ্রাসা ও ফাতেমা বেগম এতিমখানার টিনশেড ভবনের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের লাইন নেওয়ার প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।   

মঠবাড়িয়া-বুকাবুনিয়া সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় মাদ্রাসা ভবনের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রুত অপসারণের দাবি জানানো হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইউনুস মিয়া, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।  

এ ব্যাপারে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী গোলম সরোয়ার মোর্শেদ বলেন, "মাদ্রাসা ভবনের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ লাইনের বিষয়টি শুনে সংশ্লিষ্ট  ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"

 


মন্তব্য