kalerkantho


ভস্মীভূত তিনটি ঘরের মালামাল

ফুলবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে শিশু নিহত

দিনাজপুর প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৬ ১২:০১ফুলবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে শিশু নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আরিফ (৭) নামে এক শিশু মারা গেছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি ঘরের সমস্ত মালামাল। গতকাল বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় শিশু আরিফ ঘুমিয়ে ছিল। মুহূর্তে আগুন তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হয়ে মারা যায় শিশু আরিফ। খবর পেয়ে ফুলবাড়ী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 


মন্তব্য