kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


সিলেটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ০৯:৫৯সিলেটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের ছালিক মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার খবরে সিলেট ফেঞ্চুগঞ্জ সার ফ্যাক্টরির ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্না ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

ছালিক মিয়ার ছেলে শামীম আহমদ জানান, রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বসত ঘরের ৬টি কক্ষসহ মালামাল ও বারান্দায় রাখা মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি আগুনে পুড়ে পাকা দেয়ালও ধসে পড়ে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির লোকজনের। গ্রামের বাসিন্দা শাহজাহান লিটন বলেন, এলাকার লোকজন ছুটে আসার আগেই বসত ঘরসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 


মন্তব্য