kalerkantho


শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

৩ মার্চ, ২০১৬ ০৯:০৮শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন : শিবগঞ্জ থানা পুলিশের এসআই সাদেকুল ইসলাম ও শিক্ষানবিশ সার্জেন্ট আতাউল ইসলাম।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত সাদেকুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ি রাজারামপুর। তাঁর বাবার নাম আব্দুস সাত্তার। শিক্ষানবিশ সার্জেন্ট আতাউল ইসলামের বাড়ি জয়পুরহাট সদর থানা ধারতি সুতিরঘাট এলাকায়। তাঁর বাবার নাম মো. শাহজাহান মিঞা। সকাল ৬টার দিকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

 


মন্তব্য