kalerkantho


দুইনারীসহ চেয়ারম্যান পদে ৬০ মনোনয়নপত্র জমা দিলেন

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি   

২ মার্চ, ২০১৬ ২২:৩৯দুইনারীসহ চেয়ারম্যান পদে ৬০ মনোনয়নপত্র জমা দিলেন

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ বুধবার। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে দুই নারীসহ ৬০ জন চেয়ারম্যান  ও ৫১৯ জন সদস্য প্রাথী উৎসব মুখর পরিবেশে পৃথক পৃথক রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় প্রার্থীগণ তাদের কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন করে নিজেদের শক্তির মহড়া দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০ টি ইউনিয়নে দুই নারীসহ চেয়ারম্যান পদে ৬০ জন ও মেম্বার পদে (পুরুষ)  ৪শ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে,চেয়ারম্যান পদে ১নং মইলাকান্দা ইউনিয়নে তিন জন, ২নং গৌরীপুর ইউনিয়নে ছয়জন, ৩নং অচিন্তপুর ইউনিয়নে এক নারীসহ দশ জন, ৪নং মাওহা ইউনিয়নে এক নারীসহ ছয়জন, ৫নং সহনাটি ইউনিয়নে পাঁচজন, ৬নং বোকাইনগর ইউনিয়নে পাঁচজন, ৭নং রামগোপালপুর ইউয়নে পাঁচজন, ৮নং ডৌহাখলা ইউনিয়নে ছয়জন, ৯নং ভাংনামারি ইউনিয়নে সাতজন ও ১০নং সিধলা সাতজন মনোনয় জমা দিয়েছেন। জানা গেছে, আগামী ৩১ মার্চ এ উপজেলার ১০ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


মন্তব্য