kalerkantho


গোপালগঞ্জে চায়ের দোকানের পানি পান করে পাঁচজন অসুস্থ

গোপালগঞ্জ প্রতিনিধি    

২ মার্চ, ২০১৬ ১৫:৫৭গোপালগঞ্জে চায়ের দোকানের পানি পান করে পাঁচজন অসুস্থ

গোপালগঞ্জে একটি চায়ের দোকানের পানি পান করে একই পরিবারের দুইজনসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ওই বাজারের স্বপন শেখ তার দোকান খোলার পর তার বাবা ঠাণ্ডু শেখ, মা আসমা বেগম, অপর তিন ক্রেতা সাহেব আলী, আহাদ বিশ্বাস এবং পাঞ্জু মোল্লা চা পান করার জন্য দোকানে আসেন। এ সময় দোকানে রাখা জগের পানি পান করলে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। কীভাবে এবং কেন জগের পানি পান করে সবাই অসুস্থ হয়েছেন- তা দোকান মালিক স্বপন শেখ জানাতে পারেননি।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তপন কুমার মজুমদার জানিয়েছেন, বমি ও শাসকষ্টের উপসর্গ নিয়ে তারা চিকিৎসার জন্য আসেন। ধারণা করা হচ্ছে পানির মধ্যে কোনো বিষাক্ত পদার্থ ছিল, যা পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। তবে, চিকিৎসার পর এখন তাদের অবস্থা ভালো। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদুল ইসলাম জানান, কোনো অসৎ  উদ্দেশ্যে কেউ পানিতে বিষাক্ত কিছু ফেলে এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 


মন্তব্য