kalerkantho


চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১৩:৩৫চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

চট্টগ্রাম বন্দরে আবারও সাকি শিপিংলাইনের আমদানি নিষিদ্ধ এক কন্টেইনার সিগারেট আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি আটক করা হয়। আজ বুধবার সকালে কায়িক পরীক্ষার মাধ্যমে কন্টেইনারে সিগারেট পাওয়া গেছে। তবে এতে কী পরিমাণ সিগারেট রয়েছে তা এখনো জানা যায়নি।

চট্টগ্রাম কাস্টমস এর সহকারী কমিশনার মুকিতুল হাসান বলেন, গার্মেন্টস পণ্য আমদানির ঘোষণা দিয়ে সাকি শিপিংলাইনের মাধ্যমে কন্টেইনারটি আনা হয়েছিল। ঢাকার সাভারের আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের নামে বন্ড সুবিধার আওতায় কন্টেইনারটি আনা হয়।

দুবাইয়ের পোর্ট থেকে পণ্য বোঝাই হয়ে মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। তিনি জানান, কন্টেইনার আটকের কায়িক পরীক্ষার মাধ্যমে এতে সিগারেট পারওয়া গেছে। কায়িক পরীক্ষা এখনো চলছে। তবে কী পরিমাণ সিগারেট আছে জানা যায়নি। এখনো গণনা চলছে।

 মন্তব্য