kalerkantho


ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১২:০৫ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

পাবনা জেলার ভাঙ্গুড়াতে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া মহিলা কলেজ গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ভাঙ্গুড়া খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী ইদ্রিস আলীর ছেলে রাজশাহীর যুগীপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল গোলাম সরওয়ার (৩৫), রাজশাহী বাঘমারা থানার বাসিন্দা শুভ (১৮) ও রাজশাহী তানোর থানার বাসিন্দা তরিকুল ইসলাম (২৬)।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, কয়েকজন যুবক মঙ্গলবার রাতে ওই কলেজের সামনে ইয়াবা কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৩০০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটককৃতদের মধ্যে গোলাম সরওয়ার রাজশাহীর যুগীপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা বিভাগে বদলি হয়েছেন। আটকদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 


মন্তব্য