kalerkantho


মেঘনা-ঘোমতী সড়কে ১৩ কি:মি যানজট

মুন্সীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১২:০০মুন্সীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ওপর দুটি সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গজারিয়া মেঘনা সেতু থেকে মেঘনা-ঘোমতী পর্যন্ত রাস্তার উভয় পাশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই তৌহিদুল ইসলাম জানান, আজ সকাল ৬টার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর দুটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক দুটি রাস্তায় আটকে থাকায় অন্য গাড়ি চলাচল করতে পারছে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রেকার আসলেই ট্রাক দুটি সরিয়ে ফেলা হবে। এতে দ্রুত যানজট কমে আসবে। এছাড়া আহত তিনজনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।


মন্তব্য