kalerkantho


আসামির চাপাতির কোপে পুলিশের আঙুল কর্তন

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১১:৫৯আসামির চাপাতির কোপে পুলিশের আঙুল কর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির চাপাতির কোপে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালামের হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। আহত আবুল কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।

এসআই আবুল কালাম বলেন, তালিকাভুক্ত মোটরসাইকেল চোর শাহীন ওরফে পাইক্কা শাহীনকে (২৬) ধরতে গেলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাহীন চাপাতি দিয়ে কোপ দেয়। এতে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। পরে শাহীনকে আটক করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অংশু কুমার দেব জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


মন্তব্য