kalerkantho


টঙ্গীর মিলগেটে গাড়ি চাপায় নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১০:১১টঙ্গীর মিলগেটে গাড়ি চাপায় নিহত ১

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় একব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়ের মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর জানিয়ে এসআই জোবায়ের মৃধা বলেন, ওই ব্যক্তির পরণে লাল রংয়ের গেঞ্জি ও কালো রংয়ের ফুল প্যান্ট ছিল।

 


মন্তব্য