kalerkantho


নীলফামারী জেলা সদরের দুই নিউনিয়নে নির্বাচন স্থগিত

নীলফামারী প্রতিনিধি    

১ মার্চ, ২০১৬ ১৭:৪৩নীলফামারী জেলা সদরের দুই নিউনিয়নে নির্বাচন স্থগিত

নীলফামারী জেলা সদরের দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সাত ইউনিয়ন পরিষদে দ্বিতীয় দফায় নির্বাচনী তফসিল ঘোষণার পর সীমানা জটিলতার কারণে খোকসাবাড়ি ও টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। আগামী ৩১ মার্চ ওই দুই ইউনিয়ন বাদে জেলা সদরের চওড়াবড়গাছা, গোড়গ্রাম, পলাশবাড়ি, লক্ষ্মিচাপ ও পঞ্চপুকুর ইউনিয়নে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ওই পাঁচ ইউনিয়নের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সূত্রমতে, গত ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন নীলফামারী জেলা সদরের সাত ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফায় নিবাচনী তফসিল ঘোষণা করে। এর মধ্যে খোকসাবাড়ি ও টুপামারী ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল। নীলফামারী পৌরসভার সম্প্রসারণে গত বছর ওই দুই ইউনিয়নের মধ্যে খোকশাবাড়ির ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং টুপামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পৌরসভায় অন্তর্ভুক্ত হলে পুনর্গঠন করা হয়নি ওই ওয়ার্ডসমূহ। ফলে সীমানা জটিলতার কারণে নির্বাচন কমিশন গত ২৪ ফেব্রুয়ারি ওই ইউনিয়ন দুটির নির্বাচনী তফসিল স্থগিত করে।


মন্তব্য