kalerkantho


মনোহরগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি   

১ মার্চ, ২০১৬ ১০:৩৩মনোহরগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জে রিয়াদ হোসেন (৯) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে লাশটি দেখতে পান স্থানীয়রা। নিহত রিয়াদ উপজেলা সদরের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার খোকনের ছেলে ও স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টার দিকে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে অবস্থিত রাজের গড় নামে পরিচিত একটি স্থানে লাশটি দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে সূত্র জানায়েছে। এ ব্যাপারে আজ সকাল সাড়ে ৮টার দিকে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্টের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 


মন্তব্য