kalerkantho


ইয়ামাহার নতুন শো-রুম উদ্বোধন

কালের কণ্ঠ অনলাইন   

৬ নভেম্বর, ২০১৮ ১৬:০৮ইয়ামাহার নতুন শো-রুম উদ্বোধন

বিশ্বব্যাপী ইয়ামাহা একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরবাইক এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা মোটরবাইকারদের চাহিদা অনুযায়ী সেবা প্রদানে সারা দেশে এর ৩৯টিরও বেশি থ্রিএস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট এবং ২টি ইয়ামাহা ফ্যাগশিপ সেন্টার রয়েছে।   

গতকাল ৫ নভেম্বর ২০১৮ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরানা পল্টন এ উদ্বোধন করা হলো ক্রিসেন্ট এন্টারপ্রাইজ (সাউথ) এর নতুন শো-রুম। নতুন এই শো-রুমের সেলস ও সার্ভিস মিলিয়ে পূর্বের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি গ্রাহকসেবা দেবে সে লক্ষ্যেই এই ইয়ামাহার নতুর এই শো-রুম এর যাত্রা।

ইয়ামাহার নতুন এই শো-রুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ (সাউথ) এর ঠিকানা হলো ৩৭/২ পুরানা পল্টন (কালভার্ট রোড), ঢাকা-১০০০।মন্তব্য