kalerkantho


আইইউবি'তে জিন ম্যানিপুলেশন টেকনোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কালের কণ্ঠ অনলাইন   

২৬ জুলাই, ২০১৮ ২০:৫৮আইইউবি'তে জিন ম্যানিপুলেশন টেকনোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর স্কুল অব লাইফ সায়েন্সেস (এসএলএস) ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি এন্ড হেল্থ (আইসিবিএইচ) এর উদ্যোগে আজ বৃহস্পতিবার আইইউবির নিজস্ব ক্যাম্পাসে 'জিন ম্যানিপুলেশন টেকনোলজি : এ ডিসিপ্লিন অব বায়োটেকনোলজি' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীববিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক, মামুন রশীদ চৌধুরী।

 এ সময় অধ্যাপক চৌধুরী তার আলোচনায় জৈবপ্রযুক্তির প্রায়োগিক ক্ষেত্র, পরিধি ও মূল বিষয়বস্তু তুলে ধরেন। তিনি জিন প্রযুক্তির ব্যবহার, প্রভাব ও প্রয়োগ, জিন সিকোয়েন্স, রোগ নির্ণয়,ভ্যাক্সিন ও ওষুধ উৎপাদন বিষয়ে আলোচনা করেন। 

আইইউবি'র এসএলএস অনুষদের ডিন অধ্যাপক রীতা ইউসুফ অংশগ্রহণকারীদের সামনে সেমিনারের মূল বক্তাকে পরিচয় করিয়ে দেন এবং প্রভাষক অর্ণব আলম সকলের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
সেমিনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইইউবি'র স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। মন্তব্য