kalerkantho


আইইউবিতে 'উচ্চশিক্ষায় নন-একাডেমিক ব্যবস্থাপনা : ভূমিকা ও কর্মকৌশল’ শীর্ষক কর্মশালা

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুলাই, ২০১৮ ১৯:৫৬আইইউবিতে 'উচ্চশিক্ষায় নন-একাডেমিক ব্যবস্থাপনা : ভূমিকা ও কর্মকৌশল’ শীর্ষক কর্মশালা

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘উচ্চশিক্ষায় নন-একাডেমিক ব্যবস্থাপনা : ভূমিকা ও কর্মকৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার আইইউবি’র নিজস্ব ক্যাম্পাস, বসুন্ধরায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর প্রাক্তন উপাচার্য ও বর্তমান বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ইমরান রহমান। এ ছাড়াও এতে অংশগ্রহণ করেন আইইউবি’র উর্দ্ধতন নন-একাডেমিক কর্মকর্তাবৃন্দ। 
 
কর্মশালার অধিবেশনে অধ্যাপক রহমান উচ্চশিক্ষা ও বৃহত্তর সমাজে গবেষণার গুরুত্ব ও প্রভাব; জবাবদিহিতা ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা; ছাত্র পরামর্শ; এবং বিশ্ববিদ্যালয় ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী বন্ধন স্থাপনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 

এর আগে আইইউবি’র আইকিউএসি পরিচালক ড. মাহবুব আলম অংশগ্রহণকারীদেরকে স্বাগত জানান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ওবায়দুল্লাহ আল মারজুক অংশগ্রহণকারীদের সামনে কর্মশালার প্রধান বক্তার পরিচয় তুলে ধরেন। মন্তব্য