kalerkantho


মোবাইলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

কালের কণ্ঠ অনলাইন   

১ জুন, ২০১৮ ১৯:১৫মোবাইলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

জমকালো অনুষ্ঠানে উদ্বোধন হলো মাই স্পোর্টস সার্ভিসের। এই সার্ভিসের মাধ্যেমে লাইভ ফুটবল বিশ্বকাপ খেলা উপভোগ করা যাবে। গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ ফুটবলের জন্য লাইভ মিডিয়ার মাই স্পোর্টসের এই সুবিধাটি উন্মুক্ত করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমডি মাহতাব উদ্দিন, লাইভ মিডিয়া লিমিটেড এর কর্ণধার জনাব শরীফুদ্দীন, জনাব ইয়াসির আরাফাত ও জনাব মো. তামজিদুল আলম অতুল। এ ছাড়াও সেখানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশের খেলাধূলা ও মিডিয়া অঙ্গনের জনপ্রিয় সেলিব্রেটিরা। 

বাংলাদেশে লাইভ স্ট্রিমিং প্লাটফর্মে ভিডিও দেখা বেশ জনপ্রিয়। বাংলাদেশে লাইভ মিডিয়া লিমিটেড খেলাধূলা বিষয়ক বিভিন্ন রাইটস নিয়ে কাজ করছে দীর্ঘ দশ বছর। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুধুমাত্র খেলাধুলা নিয়ে কার্যক্রম করবার লক্ষ্যে যাত্রা শুরু করে মাই স্পোর্টস সার্ভিসের মাধ্যমে।  ইতিমধ্যেই সাড়ে সাত লক্ষ গ্রাহক রয়েছে মাই স্পোর্টসের। মূলত এসএমএস, আইভিআর, ওয়াপ এবং এ্যাপের মাধ্যমে উপভোগ করা যায় মাই স্পোর্টসের সকল সুবিধাদি।

মাই স্পোর্টস এর সকল গ্রাহকরা লাইভ খেলা দেখবার সুযোগ পান। সম্প্রতি সমাপ্ত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সকল খেলা সরাসরি দেখানো হয়েছে মাই স্পোর্টসের মোবাইল প্লাটফর্মে। পাশাপাশি ছিল সকল ধরনের লাইভ নিউজ আপডেট।

২০১৮ ফিফা বিশ্বকাপ (2018 FIFA World Cup) হচ্ছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়ায়। ১৪ জুন হতে ১৫ জুলাই ২০১৮ মাসব্যাপী অনুষ্ঠিত হবে ক্রীড়াঙ্গনের অন্যতম জাকজমকপূর্ণ এই খেলা। এই প্রথমবারের মত লাইভ মিডিয়া লিমিটেড মাই স্পোর্টস সার্ভিসের মাধ্যমে ফিফা বিশ্বকাপের এক্সক্লুসিভ রাইটস নিয়ে এসেছে বাংলাদেশে। যা শুধুমাত্র মাই স্পোর্টস সার্ভিসের জন্য। বাংলাদেশ সময় অনুযায়ী এই প্রতিটি খেলা মাই স্পোর্টস গ্রহকরা লাইভ দেখতে পাবেন তাদের মোবাইলে। শুধুমাত্র রবি ও এয়ারটেল ব্যাবহারকারীরাই পাচ্ছেন এই সুবর্ণ সুযোগ।

মাই স্পোর্টস গ্রাহকেরা এসএমএস এর মাধ্যমে পাবেন খেলার সকল আপডেট, আইভিআরের মাধ্যমে শুনতে পারবেন সকল খেলার লাইভ কমেন্ট্রি, ওয়াপ সার্ভিসের মাধ্যমে পাবেন খেলার ভিডিও দেখার সুযোগ ও অ্যাপ সার্ভিসের মাধ্যমে পাবেন লাইভ বিশ্বকাপ ফুটবলের সকল ম্যাচ দেখবার সুযোগ।

এ সুবিধাটি পেতে হলে আপনাকে গুগুল প্লে ষ্টোর থেকে নামাতে হবে মাই স্পোর্টস নামক অ্যাপটি। তাছাড়া মোবাইলে http://www.mysports.com.bd থেকেও পাবেন খেলা দেখবার সুবিধা।মন্তব্য