kalerkantho


শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুরে কলেজ শিক্ষক হত্যাকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

৮ মে, ২০১৮ ১৪:৩২ফরিদপুরে কলেজ শিক্ষক হত্যাকারীদের শাস্তি দাবি

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতির বিভাগের সহকারী অধ্যাপক সাজিয়া বেগমের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় কলেজের সামনের অম্বিকা সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম, শিক্ষার্থী প্রিয়তি বিশ্বাস প্রমুখ।

বক্তারা এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবিতে  শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসকের পক্ষে ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. এরাদুল হক এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মন্তব্য