kalerkantho


ভালোবাসা দিবস উপলক্ষে ইয়ামাহার আয়োজন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:০৫ভালোবাসা দিবস উপলক্ষে ইয়ামাহার আয়োজন

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালাবাসা দিবসকে সামনে রেখে ইয়ামাহা আয়োজন করেছিল বাইকার কাপলদের জন্য   'YAMAHA Revs Your Love' শীর্ষক মেগা ইভেন্ট। এই ইভেন্টে ছিল নানা আয়োজন। ইয়ামাহার অফিসিয়াল ফেসবুক পেইজ-এ ইতিমধ্যে চলছে এর কার্যক্রম।

এই ইভেন্ট উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি, ২০১৮ থেকে  ইয়ামাহা বাংলাদেশ ফেসবুক পেইজে জমা পড়েছিল শত শত বাইকার দম্পতির ছবি। এসব ছবির মাঝে সেরা ১০০ বাইকার কাপলকে নির্বাচিত করে ইয়ামাহার পক্ষ থেকে দেওয়া হয় ভালোবাসা দিবসে যমুনা ব্লক-বাস্টারের মুভি টিকেট এবং ইয়ামাহার কাপল টি-শার্ট। এ ছাড়া, এই ইভেন্টে এসে ইয়ামাহার বুথে সেলফি তুলে ইয়ামাহা বাংলাদেশ ফেসবুক পেইজ ট্যাগ করে পোস্টটি পাবলিক রাখলে থাকছে সারপ্রাইজ গিফটের দারুণ সুযোগ।

যারা মুভি না দেখে ঘুরতে ভালবাসেন, তাদের জন্যও ইয়ামাহার ছিল বিশেষ আয়োজন। ভালোবাসা দিবসের এই ক্যাম্পেইন হয়েছে ঢাকার আরো দুটি পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রবীন্দ্র সরোবরে। ঢাকার বাইরে চট্টগ্রামে এর সিআরবি এবং খুলনার শিববাড়ি মোড়ে ছিল একই আয়োজন। ভালোবাসার মানুষের সঙ্গে প্রিয় মুহূর্ত ফ্রেমবন্দি করতে এই জায়গাগুলোতে ছিল সেলফি বুথ, যেখানে সেলফি তুলে প্রতি এক ঘণ্টায় তিনটি লাকি কাপল জিতে নিয়েছে ইয়ামাহা কাপল টি-শার্ট।

পরে এই লাকি কাপলদের মধ্যে গ্র্যান্ড ফেসবুক কন্টেস্ট এর মাধ্যমে তিনটি লাকি কাপল জিতে নেবে ইয়ামাহার পক্ষ থেকে কাপল রিস্ট ওয়াচ। মন্তব্য