kalerkantho


মিরপুরে টিভিএস-এর নতুন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৮ ১৭:২৮মিরপুরে টিভিএস-এর নতুন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

ছবি : কালের কণ্ঠ

গতকাল বুধবার ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র মিরপুরে উপমহাদেশের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড টিভিএস-এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। শো-রুমটি উদ্বোধন করেন টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আর. দিলিপ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন, প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়, হেড অফ বিজনেস (টু হুইলার) মৃগেন ব্যানার্জীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

রাজধানীর মিরপুর ১ এর দারুস সালাম রোড সংলগ্ন ৩/এ নম্বর প্লটে অবস্থিত মিরপুর সিটি সেন্টারের এই শো-রুমে টিভিএস ব্র্যান্ডের টিভিএস অ্যাপাচি সিরিজ আরটিআর, স্ট্রাইকার ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি, উইগো, জুপিটার এবং এক্সএল ১০০ সহ সকল পণ্যের জেনুইন পার্টস পাওয়া যাবে। মন্তব্য