গ্রাহকদের জন্য ক্রিসমাস-এর গিফ্ট হিসেবে প্রযুক্তি ব্র্যান্ড অপো বাজারে নিয়ে এসেছে এফ৫ ৬জিবি রেড ভার্সন। ৩২ হাজার ৯৯০ টাকা মূল্যের এই লিমিটেড এডিশন ফোনটি ২৬ ডিসেম্বর, ২০১৭ থেকে বাংলাদেশে সব এএ অফলাইন স্টোরে পাওয়া যাবে। এ ছাড়া গ্রাহকরা এই স্মার্টফোন কিনে পাবেন বিশেষ উপহার।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, 'সেলফিপ্রেমীদের ক্রিসমাসের সেরা উপহার দিতে আমরা বাজারে নিয়ে এসেছি অপো এফ৫ ৬জিবি রেড ভার্সন। আমি আশা করি, বিভিন্ন ধরনের আর্কষণীয় ফিচারসম্পন্ন এ ফোনটি ক্রিসমাস উদযাপনকারীদের আরো আনন্দিত ও সমৃদ্ধ করবে।'
লাল রঙের উপস্থিতির সঙ্গে ৬জিবি র্যাম এবং ৬৪জিবি রম-এর অপো এফ৫ ৬জিবির রয়েছে অনেক বেশি স্টোরেজ ক্ষমতা ও উন্নত প্রসেসর। লাল রঙের উপস্থিতির সঙ্গে ৬জিবি র্যাম এবং ৬৪জিবি রম-এর অপো এফ৫ ৬জিবির রয়েছে অনেক বেশি স্টোরেজ ক্ষমতা ও উন্নত প্রসেসর।
অপো এফ৫ ৬জিবিতে রয়েছে ৬.০ ইঞ্চি ফুল এইচডি ও ফুলস্ক্রিন এবং ১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে, যা ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়াল সুবিধা উপভোগ করার সুযোগ দেবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের