kalerkantho


আকিজ সিরামিকসের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন অভিনেত্রী তিশা

কালের কণ্ঠ অনলাইন   

২ ডিসেম্বর, ২০১৭ ১৪:৪৩আকিজ সিরামিকসের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন অভিনেত্রী তিশা

আকিজ সিরামিকস বাংলাদেশের সিরামিকশিল্পে একটি প্রতিষ্ঠিত নাম। যারা তাদের ফ্লোর এবং ওয়াল টাইলস-এর সম্ভারে মিটিয়ে আসছে দেশের চাহিদা।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হওয়া ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৭’-এর প্রথম দিন আকিজ সিরামিকস প্যাভিলিয়নে বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়। এক্সপোতে গোল্ড স্পনসর হিসেবে অংশগ্রহণ করা আকিজ সিরামিকসের প্যাভিলিয়নে বিভিন্ন পণ্য ও তার ডিজাইন প্রদর্শনী হচ্ছে।

গতকাল এক্সপো'র দ্বিতীয় দিনে আকিজ সিরামিকসের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। অভিনেত্রী তিশা আকিজ সিরামিকসের প্যাভিলিয়ন পরিদর্শনের সময় নতুন আসা আন্তর্জাতিক মানের ফ্লোর টাইলস সাব-ব্র্যান্ড 'ক্যাথেনা' এবং ইনোভেটিভ স্যানিটারিওয়্যার ব্র্যান্ড 'রোসা'সহ জনপ্রিয় সাব-ব্র্যান্ড 'ভ্যানিটা' এবং 'আকিজ টাইলস'-এর বিভিন্ন ডিজাইন দেখেছেন।

শুধু তাই নয়, ডিজাইনগুলো বাড়ির অন্দরসজ্জায় কেমন দেখায় তার একটি ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) অভিজ্ঞতাও নিয়েছেন। 'সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৭' শেষ হবে আজ সন্ধ্যা ৭টায়।মন্তব্য