kalerkantho


'ডিজিটাল মার্কেটিং ফর ব্র্যান্ডস' শীর্ষক সেমিনার

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৭ ২০:৪৮



'ডিজিটাল মার্কেটিং ফর ব্র্যান্ডস' শীর্ষক সেমিনার

রাজধানীর গুলশানে ফেসবুকভিত্তিক বাংলাদশি ব্যান্ড মার্কেটিং চর্চাকারীদের গ্রুপ 'ব্র্যান্ড প্র্যাকটিসনারস বাংলাদেশ' আয়োজিত 'ডিজিটাল মার্কেটিং ফর ব্র্যান্ডস' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর বিকেলে গুলশানের একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য দেন এস্কিমি'র কান্ট্রি ম্যানেজার লুৎফি চৌধুরী, গিকি সোশ্যাল'র কো-ফাউন্ডার মাহাদী হাসান সাগর এবং  প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মার্কেটিং আজিম হোসাইন। বক্তারা ডিজিটাল মার্কেটিং প্রোমোশন, ফেসবুক মার্কেটিং'র রিটার্ন অব ইনভেস্টমেন্ট, ডিজিটাল মিডিয়ায় ব্র্যান্ড ব্যবস্থাপনাসহ মার্কেটিং বাজেটে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা, এর বাস্তবায়ন প্রক্রিয়া, ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

সেমিনার শেষে ম্যানেজিং ব্র্যান্ডস থ্রো ডিজিটাল মার্কেটিং শিরোনামে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশের ভিন্ন ভিন্ন সেক্টরের মার্কেটিং ব্যক্তিবর্গ। বক্তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ডিজিটাল মার্কেটিংয়ের আবির্ভাব এবং ব্যবসার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

এই সেশনে উপস্থিত ছিলেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আসিফ আনোয়ার পথিক, এয়ারটেল বাংলাদেশের  ব্র্যান্ড ও ডিজিটাল জেনারেল ম্যানেজার মাসুদুল আমিন রিন্টু, ঢাকা ব্যাংকের এফভিপি ও হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন আনোয়ার এহতাশেম খন্দকার, ডোরিন গ্রুপের সিইও সালেহ মুজাহিদ, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মার্কেটিং আজিম হোসাইন প্রমুখ। 



মন্তব্য